শরিফুল ইসলাম,নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার চর-মল্লিকপুর গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের লোকজন মিরান শেখ (৪০) ও জিয়ারুল শেখ (৩৫) নামে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে নড়াইল পুলিশ।
গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা এবং গাজীপুর জেলায় অভিযান চালিয়ে লোহাগড়া উপজেলার চর-মল্লিকপুর গ্রামের মৃত আলিম শেখের ছেলে মিন্টু শেখ(৫০),পিন্টু শেখ (৪০) ও শরিফুল শেখ (৩৫)-কে গ্রেফতার করেছে পুলিশ।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) তারেক আল মেহেদী শনিবার(১৪সেপ্টেম্বর) সকালে বলেন, ঢাকা ও গাজীপুর জেলায় অভিযান চালিয়ে তিনজন কে গ্রেফতার করা হয়েছে। তবে তদন্ত স্বার্থে হত্যাকান্ডে ঘটনায় এখনই কিছু বলা যাচ্ছে না।
উল্লেখ্য, বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে লোহাগড়া উপজেলার চর-মল্লিকপুর গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে খাঁন মাহামুদের লোকজন একই গ্রামের এস এম ফেরদৌস রহমানের দলের সমর্থক আপন দুই ভাই মিরান শেখ ও জিয়ারুল শেখ কে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তাদের আরেক ভাই ইরান শেখসহ মোট পাঁচজন আহত হন।