আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানীর গাড়িতে সন্ত্রাসী হামলা ও ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে খাগড়াছড়ির কলাবাগান থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি সদরস্থ বিএনপি হয়ে ঘুরে ভাঙাব্রীজ গিয়ে সমাবেশ করে।
খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের আবু নোমান সাগর এর আয়োজনে সভাপতিত্বে এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে বক্তারা অভিলম্বে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসনএম জিলানীর গাড়িতে সন্ত্রাসী হামলা ও কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যায়
জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ দোষিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে কঠোর হুঁশিয়ারী দেন। একই সময় দোষীদের কোনভাবেই ছাড় দেয়া হবে বলে জানান।
উল্লেখ্য যে, গত ১৩ই সেপ্টেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর নিজ এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া যাওয়ার পথে গাড়িতে সন্ত্রাসী হামলা হয় এবং হামলায় সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যার শিকার হয়।