উইলসন ডিসেইস-এ আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবার আকুতি

পিবিএ,আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়া উপজেলার মোবারকপুর (পাঠানবাড়ি) গ্রামের দিনমজুর রিপন মিয়া। সারাদিন কাজ করে যে টাকা পান তা দিয়ে কোনোরকম সংসার চলে তার। তার মাঝে আবার ছেলে রিফাতুল (১০) দীর্ঘদিন যাবৎ উইলসন ডিসেইস এ আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে। প্রথম দফায় ছেলেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ঢাকা পিজি হাসপাতালে রেফার্ড করে। তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১০ লক্ষ টাকা। ঢাকা নিয়ে চিকিৎসা করানোর মত টাকা না থাকায় ছেলেকে নিয়ে বাবা রিপন মিয়ার গন্তব্য হয় বাড়িতে। বারবার কান্নায় ভেঙ্গে পড়ে বিত্তবানদের কাছে সহযোগীতার আকুতি জানান বাবা। বিছানায় শুয়ে থাকা রিফাতুলের চোখে বেঁচে থাকার স্বপ্ন।

এ ব্যাপারে মুঠোফোনে ঢাকা পঙ্গু হাসপাতাল এর চিকিৎসক ডাঃ এম, এ তৌফিক এর সাথে কথা হলে জানান, ঊইলসন ডিসেস একটি বিরল রোগ। সঠিক চিকিৎসা না করালে নষ্ট হতে পারে লিভার এবং প্যানক্রিয়াস। আস্তে আস্তে রোগী মৃত্যুর মুখে ঢলে পড়বে।

মোবারকপুর গ্রামের খায়রুল কবির তালুকদার ও মাজহারুল ইসলাম জানান, সুস্থ সবল ছেলেটার আজ কী করুণ অবস্থা। বিত্তবানরা সহযোগীতার হাত বাড়ালে ছেলেটি হয়ত সুস্থ হতে পারে। সবাই মিলে অল্প অল্প সহযোগীতা করলে রিফাতুলের চিকিৎসা ও ঔষধের খরচ চালানো সম্ভব হবে।

সাহায্য পাঠানোর জন্য রিফাতুলের ভাইয়ের বিকাশ নম্বর-০১৯০৫-৩২২৮৮২।

আরও পড়ুন...