দুবাইয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে দোয়া ও মাহফিল

তোফায়েল পাপ্পু, দুবাই (আরব আমিরাত): যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এ উপলক্ষ্যে কনস্যুলেট প্রাঙ্গণে আলোচনা সভা, দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন কাউন্সেলর (লেবার) মো. আব্দুস সালাম, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মোহাম্মদ কাজী ফয়সাল, দূতালয় প্রধান মো. আশফাক হোসাইন ও প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমান প্রমুখ। এছাড়াও কনসুলেটের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে মহানবীর আদর্শ ও গুণাবলী সবার জীবনে ধারণ ও পালন করার আহ্বান জানান বক্তারা।

আলোচনা শেষে, দেশ ও মুসলিম উম্মাহসহ সমগ্র মানবজাতির কল্যাণে দোয়া করা হয়।

আরও পড়ুন...