কালিহাতীতে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সচেতনতামূলক সভা

মনির হোসেন,টাঙ্গাইল প্রতিনিধি: “চারপাশ রাখি পরিস্কার ডেঙ্গুসহ মশাবাহিত রোগবালাই করি প্রতিকার” শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে প্রতিরোধকল্পে সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

কালিহাতী পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিনব্যাপী পৌরসভার ১ নং ওয়ার্ডে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত হয়।

কালিহাতী পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর মো: সিদ্দিক হোসেনের সভাপতিত্বে সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কালিহাতী পৌর প্রশাসক মোহাম্মদ সিফাত বিন সাদেক।

এসময় কালিহাতী পৌরসভার সহকারী প্রকৌশলী মোশারফ হোসেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর, কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম,কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য লুৎফর রহমান লেলিনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে প্রতিরোধকল্পে ২ মাস ব্যাপী বিভিন্ন কর্মপরিকল্পনায় বাস্তবায়নের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমের অংশ হিসেবে কালিহাতী পৌরসভার ১ নং ওয়ার্ড থেকে শুরু হয়।

আরও পড়ুন...