র্যাব-১২ কর্তৃক সিরাজগঞ্জের এনায়েতপুরে ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণ করে চাঞ্চল্যকর কলেজছাত্র শিহাব, সিয়াম হোসেন ও ইয়াহিয়া হত্যা মামলার অন্যতম আসামি সাবেক এমপি মমিন মন্ডল এর পিএস মোঃ সেলিম সরকার গ্রেফতার করেছে।
গত ৪ আগস্ট দুপুর ১২.৩০ ঘটিকার সময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি মিছিল এনায়েতপুর থানাধীন খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতাল মেইন ফটকের সামনে হতে মিছিল শুরু করে এনায়েতপুর থানার দিকে রওনা হলে আল হেরা মার্কেটের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে ছাত্র জনতার গণআন্দোলন নসাৎ করার জন্য পিস্তল দিয়ে গুলি বর্ষণ করলে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে ছাত্র-জনতার মিছিলে অংশগ্রহণরত ভিকটিম ১। মোঃ শিহাব হোসেন (১৯), ২। হাফেজ মোঃ সিয়াম হোসেন (২০), ৩। মোঃ ইয়াহিয়া আলী গুলিবৃদ্ধ হয়ে মারাত্মক আহত হলে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদেরকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে মোছাঃ শাহানা খাতুন (৩৫), স্বামী-মৃত ইয়াহিয়া আলী, মোঃ হযরত আলী (৩৪), পিতাঃ মৃত আবু বক্কর মোল্লা এবং মোঃ সোলায়মান (২৯), পিতাঃ মোঃ আব্দুল মোতালেবগণ বাদী হয়ে ০৩টি পৃথক হত্যা মামলা দায়ের করেন।
গতকাল (১৮ সেপ্টেম্বর) ২০.৩০ ঘটিকায় সময় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-১২, সদর কোম্পানি ও র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস অভিযানিক দল ‘‘নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন ড্রিম কনভেনশন হল, উত্তর মাসদাইর, গাবতলী এলাকায়” যৌথ অভিযান পরিচালনা করে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে হত্যা মামলার ২৮ নং এজাহারনামীয় পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ছাড়াও তার সাথে থাকা ০২টি মোবাইল ফোন ও ০১টি হাতঘড়ি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ সেলিম সরকার (৪৬)।
গ্রেফতারকৃত আসামিকে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।