ট্রেনের ধাক্কায় আনসারের পিসি নিহত

পিবিএ,ঢামেক: রাজধানীর মালিবাগ কমিউনিটি সেন্টার সংলগ্ন রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় আহত মোশারফ হোসেন (৫০) মারা গেছেন। তিনি আনসারের প্লাটুন কমান্ডার হিসেবে রমনা থানায় কর্মরত ছিলেন।

বুধবার সকাল সোয়া ১১ টার দিকে এ দুর্ঘটনায় আহত হন তিনি। এরপর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।

খুলনা রুপসা উপজেলায় আইজগতি গ্রামের মৃত মোহাম্মদ আলী মৃধার ছেলে মোশারফ। থাকতেন রমনা থানা কমপ্লেক্সে।

নিহতের মেয়ের জামাই মোরশেদুল হক জানান, একটি কাজে সকালে খিলগাঁও আনসার হেডকোয়ার্টারে যান মোশারফ। সেখান থেকেই রমনা থানায় ফিরছিলেন তিনি। ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় বিপরিত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সাথে মাথায় আঘাত লেগে পড়ে যান তিনি।

তখন পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা তার মৃত্যু হয়।

ঢাকা মহানগর আনসার এর সহকারী এডজুনেন্ট বশির উল আলম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্লাটুন কমান্ডার হিসেবে মোশারফ রমনা থানায় কর্মরত ছিলেন। লাশ পরিবারের কাছে হস্তান্তরের পক্রিয়া চলছে।

পিবিএ/এইচ/এমএসএম

আরও পড়ুন...