শেখ নাছির উদ্দিন, পিবিএ, বেনাপোল : বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষনা দিয়ে কাগজপত্র ছাড়াই আমদানি করা জিলেট সেভিং ফোমের একটি চালান আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। ভারতীয় পন্যবাহি ট্রাকটি বাংলাদেশে গত ১৩ মার্চ ঢোকার পর থেকে কাস্টমসের ইনভেস্টিগেশন রিচার্চ এন্ড ম্যানেজমেন্ট টীম ( আই আর এম) নজরে রাখে।
ভারতীয় ট্রাক এনএল-০১ এসি-৬৬৫৪ নাম্বারে গার্মেন্টস’র চালানের সাথে ৬৫১ কার্টুন জিলেট শেভিং ফোম’র বোঝাই ট্রাকটিকে নজরদারির পরে বুধবার বিকেলের দিকে ট্রাক সহ পন্যচালানটি আটক করা হয়। নো-এন্ট্রির মাধ্যমে পন্য চালানটি চোরাচালানের মাধ্যমে আনা হয় বন্দরে।
একটি চোরাচালানী চক্র ২০ লাখ টাকার রাজস্ব ফাঁকি দেয়ার চেষ্টা করছিল। ট্রাকটি ৯ নং শেডে কিছু পণ্য খালাস করে বাকী পণ্য নিয়ে বন্দরের বিভিন্ন স্থানে অবস্থান করে। ইতোমধ্যে আইআরএম টীম নিশ্চিত হয় যে ট্রাকে রক্ষিত অবশিষ্ট পণ্যের কোন কাগজপত্র নেই।
পরবর্তীতে ড্রাইভার পরিস্থিতি টের পেয়ে ট্রাকটি বন্দরের ১ নং শেডের সামনে রেখে পালিয়ে যায়। ওই শেডে সার্বক্ষনিক রাখা হতো প্রোকটার এন্ড গ্যামবেল বাংলাদেশ প্রা: লি: এর আমদানি করা পন্য ।
বুধবার বিকেলে স্থানীয় সাংবাদিকের উপস্থিতিতে তালা ভেঙ্গে ট্রাকটি খোলা হয়। এতে চোরাচালানের মাধ্যমে মিথ্যা ঘোষণায় আনীত ৬৫১ কার্টুনে মোট ৭৮১২ টি সেভিং ফোম পাওয়া যায়। যার শুল্কায়ন যোগ্য ওজন ৩২৬৫.৪১৬ কেজি। ট্রাকটি কাস্টমস আইন অনুযায়ী বাজেয়াপ্ত করা হয়েছে।
বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী বলেন, অতিরিক্ত কমিশনার জাকির হোসেনকে প্রধান করে পাঁচ সদস্য বিশিস্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট আমদানিকারক ও সিএন্ড এফ এজেন্ট’র বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলার প্রক্রিয়া চলছে। তিনি আরো বলেন, গত ৬ মাসে ফিটিকিরি,আতশ বাজিসহ বেশ কয়েকটি কাগজ বিহীন চালান আটক করা হয়েছে।
পিবিএ/এনএস/জেডআই