ফরিদপুরে ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

যাত্রী সেজে মাদকদ্রব্য বহনকালে ১০২ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চুয়াডাঙ্গা হতে বরিশালগামী একটি যাত্রীবাহী বাসে যাত্রী সেজে একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যের চালান নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের উক্ত আভিযানিক দল রোববার (২২ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ০৯:১৫ ঘটিকায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বদরপুর এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। তার কিছুক্ষণ পর আনুমানিক ০৯:৩০ ঘটিকায় উক্ত বাসটি র‌্যাবের চেক পোষ্টের সামনে পৌছালে র‌্যাব সদস্যরা বাসটি থামানোর সংকেত দেয় এবং উক্ত গাড়ীর চালক গাড়ীটি থামিয়ে দেয়।

অতঃপর চেক পোস্টে কর্তব্যরত মহিলা র‌্যাব সদস্য মাধ্যমে বাসের ভিতরে থাকা একজন মহিলাকে তল্লাশি করে তার পায়ের নিচে একটি ব্যাগের ভিতর হতে আনুমানিক ৩,০৬,০০০/- (তিন লক্ষ ছয় হাজার) টাকা মূল্যমানের ১০২ (একশত দুই) বোতল ফেন্সিডিলসহ উক্ত আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নাম মোছাঃ হালিমা বেগম ওরফে ময়না (৩৪) বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন...