রাজন্য রুহানি,জামালপুর: ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাকের অপসারণ চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে গোয়ালেরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনের রাস্তায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগে বলেন, জাল সনদ ও ভূয়া নিবন্ধন দিয়ে আত্মীয়-স্বজন ও অন্যান্য শিক্ষকদের নিয়োগ দিয়ে তাদের কাছ থেকে শ্রেণিভেদে ৫-১৫ লক্ষ পর্যন্ত টাকা ঘুষ নেন। দীর্ঘদিন স্কুলে না এসেও স্কুলের হাজিরা খাতাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে বাসায় নিয়ে কাজ করা, স্কুলের সরকারি ল্যাপটপ, প্রজেক্টর, কম্পিউটারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে বাসায় নিয়ে যান। এছাড়া উপবৃত্তির ভূয়া নাম দিয়ে লাখ লাখ টাকা তিনি হাতিয়ে নিয়েছেন। প্রতিবছর বই বিতরণের সময় ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া, এসএসসি ও এইচএসসি ভোকেশনালের রেজিস্ট্রেশন ও ফরম ফিলাপ বাবদ প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়, এসএসসি পরীক্ষায় নকল করার সহায়তার আশ্বাস দিয়ে পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া, গত ১৫/১৬ বছরে রাজনৈতিক আশ্রয় নিয়ে মাসে ২-৩ দিন স্কুলে এসে সারা মাসের হাজিরা দেওয়া, প্রতিবছর সরকারি অনুদানের টাকা দিয়ে বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ না করে আত্মত্মসাৎ করাসহ আরও নানা দুর্নীতি অনিয়মের কথা তুলে ধরেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন এলাকাবাসী মো. জহুরুল, ইয়াজুল, বাবুল, মোরশেদ, লাভলু প্রমুখ।
এ বিষয়ে গোয়ালেরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক বলেন, আমার বিরুদ্ধে আনীত এসব অভিযোগ মিথ্যা।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নামে এর আগে একটা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।