পিবিএ,আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলায় সপ্তাহের ব্যবধানে প্রাথমিক শিক্ষক সমিতির পৃথক কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘ ১৫ বছর পর উপদেষ্টা ও সমন্বয়কগণের সমঝোতার ভিত্তিতে মো. সাইফুল ইসলামকে সভাপতি, এইচ.এম হিরণকে সাধারণ সম্পাদক এবং মোঃ মোশাররফ হোসেন (পলাশ)-কে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করে উপদেষ্টামণ্ডলীর সিনিয়র তিনজন শিক্ষক কর্তৃক গত ১৬ সেপ্টেম্বর একটি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়।
অপরদিকে, সোমবার (২৩ সেপ্টেম্বর) মোঃ আবুল ফজল তালুকদারকে সভাপতি এবং মোঃ মোশাররফ হোসেন (পলাশ)-কে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। জানা যায়, সাইফুল-হিরণ কমিটি থেকে ২৩ জন সদস্য পদত্যাগ করে এবং ফজল-পলাশ কমিটিতে তারা যোগদান করে।
এ ব্যাপারে সাইফুল-হিরণ কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম জানান, আমাদের কমিটি রেজিষ্টেশনভুক্ত এবং কমিটি রেজুলেশন অনুসারে উপদেষ্টা মন্ডলির স্বাক্ষরিত কমিটি গঠন করা হয়েছে। আমাদের কমিটি ব্যতিত অন্য কোনো কমিটির বৈধতা নেই।
এ ব্যাপারে ফজল-পলাশ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন (পলাশ) জানান, সাইফুল-হিরণ কমিটিতে আমাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে রাখা হলেও সাইফুল-হিরণ কমিটি সাধারণ শিক্ষকদের সমন্বয়ে গঠিত হয়নি। তাই আমি ওই কমিটি থেকে পদত্যাগ করি এবং ফজল-পলাশ কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হই।
অপরদিকে ফজল-পলাশ কমিটির নির্বাহী সভাপতি ও উপদেষ্টা মণ্ডলির সদস্য মোঃ ইকবাল বাহার খান জানান, উপদেষ্টাদের নিয়ে পরপর কয়েকটি সভা অনুষ্টিত হলেও কমিটি গঠন করা সম্ভব হয়নি। সাইফুল-হিরণ এর পূর্ণাঙ্গ কমিটি সম্পর্কে আমি অবগত নই।