পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

পিবিএ,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি । বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে৷ এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় পঞ্চগড় প্রেসক্লাবের আহবায়ক ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সরকার হায়দার, সিনিয়র সাংবাদিক এ হোসেন রায়হান, চ্যানেল ওয়ানের সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন রনিক, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহাজালাল, একাত্তর টেলিভিশনের সাংবাদিক রফিকুল ইসলাম, সময় টিভির সোহাগ হায়দার, আরটিভির সাংবাদিক হারুন অর রশিদ, দৈনিক রুপালী বাংলাদেশের জেলা প্রতিনিধি ইনসান সাগরেদ, দেশ টিভির সাংবাদিক রাশেদুজ্জামান বাবুসহ বিভিন্ন প্রত্রিকা টেলিভিশনের ত্রিশ জন সাংবাদিক অংশ নেন। সাংবাদিকরা আইনশৃংখলা, মাদক, জুয়া ওভারলোডিং,থানা চত্বরে গোল ঘরের বিচার করাসহ পঞ্চগড়ের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

পুলিশ সুপার মতামতগুলো গুরুত্বসহকারে শুনে আগামীতে সমস্যা সমাধানের আশ্বাস দেন। সেই সাথে পুলিশ সুপার জানান, যেকোন সমস্যা আমাকে নির্ভয়ে জানাবেন, পুলিশ কখনো অন্যায়ভাবে সাধারণ মানুষকে হয়রানি না করার আশ্বাস দেন। এ জেলার মানুষ অনেক ভালো আমি শুনেছি।

সভায় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস এম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আমিরুল্লা উপস্থিত ছিল।

আরও পড়ুন...