সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে মেরাজ মন্ডল (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় চালকসহ অটো ভ্যানের ৩ যাত্রী আহত হয়েছে। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
বৃহষ্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পারকোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মেরাজ মন্ডল উপজেলার পৌরসভার পারকোলা গ্রামের বরকত মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, পাবনা গামী একটি ট্রাক পাড়কোলা এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মেরাজ মন্ডল মারা যায়। এসময় আরও তিনজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
শাহজাদপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রেজাউল করিম জানান, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সবুজ রানা জানান, যাত্রী নিয়ে একটি অটো রিক্সা পালকোলা এলাকায় রাস্তা পারাপারে সময় একটি ট্রাক অটো রিক্সায় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে।