খাগড়াছড়িতে বিশ্ব পর্যটন দিবসে র‌্যালি ও আলোচনা সভা

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে বিশ্ব পর্যটন দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “পর্যটন শান্তির সোপান” প্রতিপাদ্যে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

খাগড়াছড়ি জেলা পরিষদ প্রাঙ্গন থেকে র‌্যালিটি শেষ করে পরিষদ সম্মেলেন কক্ষে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা করে।

র‌্যালি ও আলোচনায় অংশ নেন,খাগড়াছড়ি জেলা প্রশাসকের প্রতিনিধি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নোমান ইবনে হাফিজ, খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার মো: তফিকুল আলম, খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালনায় বাছিরুল আলম, খাগড়াছড়ি পর্যটন মোটেল ম্যানেজার উত্তম কুমার, খাগড়াছড়ি পিটিআই সুপারিনটেনডেন্ট রুমা দাশসহ জেলা পরিষদের বিভিন্ন ন্যস্ত বিভাগের কর্মকর্তা, পর্যটন শিল্পের অংশীজনরা এতে অংশ নেন।

আরও পড়ুন...