পিবিএ,ঢাকা: রাজধানীর মিরপুর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুর রাজ্জাক নামে এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১) ভোর সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম জানান, ভোরে মিরপুর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন রাজ্জাক। এসময় একটি তেলের লরি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, নিহতের বাড়ি মেহেরপুর সদর এলাকায়। তিনি একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন বলে জানা গেছে।
পিবিএ/এফএস