শরিফুল ইসলাম,নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউপির পার-শালনগর গ্রামে পুকুরের পানিতে পড়ে ফাতেমা খানম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ফাতেমা খানম পার-শালনগর গ্রামের ফজলু রহমানের মেয়ে।
শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাড়িতে খেলা করছিল শিশু ফাতেমা। পরে সবার অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন ও স্বজনরা ফাতেমা কে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে পুকুরের পানিতে ভাঁসতে দেখে স্বজনরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক(অপারেশন) মোহাম্মদ মেহেদী হাসান বলেন, পানিতে পড়ে শিশু মৃত্যু ঘটনাটি শুনেছি। পরে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।