লন্ডনে গ্রেফতার হলেন মোদি!

nirob-modi-PBA

পিবিএ ডেস্ক: লন্ডনে গ্রেফতার হয়েছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রায় ১৪ হাজার কোটি টাকা ঋণ খেলাপে অভিযুক্ত নীরব মোদি। লন্ডনের স্থানীয় সময় মঙ্গলবার মেট্রো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গিয়ে গ্রেফতার হন তিনি।

ভারতের সংবাদমাধ্যম থেকে জানা গেছে, মেট্রো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যান নীরব মোদি। এ সময় তাকে দেখে চিনে ফেলেন ব্যাংকের এক কর্মকর্তা।

এ সময় তিনি দ্রুত স্কটল্যান্ড ইয়ার্ডের অফিসারদের ফোন দেন। ফোন পেয়ে একটু পরেই স্কটল্যান্ড ইয়ার্ডের অফিসাররা এসে গ্রেফতার করেন নীরব মোদিকে।

বুধবার ওয়েস্টমিনস্টারের ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয়েছিল মোদিকে। সেখানে জামিন পেতে তিনি ৫ লাখ পাউন্ড বন্ড দিতে প্রস্তুত ছিলেন।

তবে বিচারক মারি ম্যালন তার আবেদন খারিজ করে দিয়ে বলেন, আপনার বিরুদ্ধে ঋণখেলাপির যে অংকটা উঠেছে, তা অনেক বড়। জামিন পেলে আপনি যে আবার আত্মসমর্পণ করবেন না, এমন ভাবার যথেষ্ট কারণ আছে।

প্রসঙ্গত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ১৪ হাজার কোটি টাকার দুর্নীতিতে জড়িত ভারতের হীরা ব্যবসায়ী নীরব মোদি ও তার কাকা মেহুল চকসি।

পিবিএ/এফএস

আরও পড়ুন...