পিবিএ,গাজীপুর: গাজীপুরে সড়ক অবরোধ করেছেন পোশাক কারখনার শ্রমিকরা। বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গাজীপুর সিটি করপোরেশনের তিন সড়ক এলাকার ইন্ট্রামেক্স পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-জয়দেবপুর সড়কে নেমে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে শ্রমিকরা সড়কে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই সড়কের চান্দনা চৌরাস্তা থেকে শহরের শিববাড়ি মোড় পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
গাজীপুর সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর পিবিএকে জানান, তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ইন্ট্রামেক্স পোশাক কারখানার শ্রমিকরা সকাল থেকে সড়কে নেমে অবরোধ সৃষ্টি করেছে। তাদের সড়ক থেকে সরাতে চেষ্টা করা হচ্ছে।
তিনি আরো জানান, শ্রমিকদের বেতন ভাতার বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে সকাল থেকে গুরুত্বপূর্ণ এ সড়কটি বন্ধ থাকায় গাজীপুর শহর ও আদালতগামী সাধারণ মানুষ এবং স্কুলকলেজের শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
পিবিএ/এফএস