প্রসবের সময় দুই ভাগ নবজাতকের শরীর

tamil-naru-PBA
ভারতের তামিলনাড়ু রাজ্যের কাঞ্চীপুরম জেলা

পিবিএ ডেস্ক: প্রসবের সময় বাচ্চার শরীর দু ভাগ হয়ে যায়। নিচের অংশটি বেরিয়ে এলেও মাথার অংশটি রয়ে যায় মায়ের শরীরের ভিতর। এ দৃশ্য দেখে অসুস্থ হয়ে পড়েছিলেন চিকিৎসাকর্মীরাও। বুধবার এই মর্মান্তিক ঘটনা ঘটে ভারতের তামিলনাড়ু রাজ্যের কাঞ্চীপুরম জেলার।

ওই জেলার এক গ্রামের সরকারি এক প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে ডেলিভারি করাতে গিয়েছিলেন ওই প্রসূতি। প্রসবের সময় চিকিৎসাকর্মীরা তার পেটের শিশুটিকে জোর করে বের করে আনার চেষ্টা করছিলেন। এ সময় শিশুটির শরীর দুই ভাগ হয়ে যায়। তার মাথাটি মায়ের শরীরের ভিতর আটকে ছিল। বাকি অংশ ছিড়ে বাইরে বেরিয়ে আসে।

তবে সরকারি স্বাস্থ্য দফতরের কর্তারা জানান, মায়ের গর্ভেই মারা গিয়েছিলো ওই শিশুটি। তাই প্রসবের সময় তার শরীর ছিড়ে যায়। এই ভয়াবহ দুর্ঘটনা দেখার পর ওই চিকিৎসাকেন্দ্রের অনেক কর্মী অসুস্থ হয়ে পড়েন। এজন্য তাদের প্রাথমিক চিকিৎসাও নিতে হয়েছে বলে জানা যায়।

মৃত শিশুটির মায়ের অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ওই নারীর পরিবারের সদস্যদের অভিযোগ, চিকিৎসকের গাফিলতির জন্যই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

পিবিএ/এফএস

আরও পড়ুন...