কারিমুল হাসান,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে একই রাতে ছয়টি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত অনুমান ২টার দিকে উপজেলার নিমগাছী ইউনিয়নের সাতবেকী গ্রামের মৌলভীপাড়া এলাকায় এ চুরির ঘটনা ঘটে। চোরের দল ওই এলাকার কৃষক পানচু প্রামানিকের গোয়াল ঘর থেকে দুটি গাভী, দুটি বকনা বাছুর এবং মুরগী ব্যবসায়ী এনামুলের গোয়াল থেকে একটি ৮ মাসের গর্ভবতী গাভী ও একটি দামড়া গরু চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় এনামুল হক বাদি হয়ে তার ২ গরু চুরির বিপরিতে ধুনট থানায় একটি অভিযোগ দায়ের করে।
অপরদিকে অভিযোগ দায়ের না করলেও ভুক্তভোগী পানচু প্রামানিক বলেন, প্রতিদিনের মতো শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে গোয়াল ঘরে গরু রেখে ঘরে ঘুমিয়ে পড়ি। রাত অনুমান ২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহিরে বের হতে দেখি আমার ঘরের দরজা বাহির থেকে লাগানো। পরে অন্য দরজা দিয়ে বের হয়ে গোয়াল ঘরে গিয়ে দেখি গোয়াল ঘরে গরু নেই। আমার চারটি গরুর বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকার উপরে।
তিনি আরও বলেন, দিনমজুরি করে শত কষ্টে দিনাতিপাত করি। অনেক কষ্টে গরু পালন করে ছিলাম। কিন্তু চোরের দল আমার সব শেষ করে দিয়েছে। একই সময়ে পাশের পাড়ার মুরগী ব্যবসায়ী এনামুলের গোয়াল ঘর থেকেও দুটি গরু নিয়ে গেছে চোরের দল। ওই গরু দুটির বাজার মূল্য দেড় লাখ টাকা।
ধুনট থানার অফিসার ইনচার্জ সাইদুল আলম বলেন, গরু চুরির বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।