উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) বিকালে পৌর শহরের উপজেলা প্রশাসন মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।
সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া শাখার সভাপতি মুফতি হাবিবুর রহমান হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাও.সিরাজুল ইসলাম। এছাড়া গণসমাবেশে বরিশাল, পটুয়াখালী, কলাপাড়ার নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
সমাবেশে কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের শান্তিপুর গ্রামের আট জন সনাতন ধর্মাবলম্বী ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অর্জিত বিজয় রক্ষা, দেশবিরোধী সকল ষড়যন্ত্র, দুর্নীতি, সন্ত্রাস, সকল বৈষম্যের মোকাবিলা ও ভোটাধিকার রক্ষার্থে এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিসহ ৯ দফা দাবি বাস্তবায়নের যৌক্তিকতা তুলে ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। বিগত দিনে যে এক দল ক্ষমতায় আসলে আরেক দলের নেতা-কর্মী ও সমর্থকদের বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি সংযোগ করেন।
তিনি আরও বলেন, এই দল সকল ধর্মের, সকল মানুষের জন্য নিরাপদ। সে জন্য আজ হিন্দু খ্রিস্টানসহ সহস্রাধিক মনুষ চরমোনাই পীরের দলে যোগ দিচ্ছেন।
বিশাল এ গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী ও সমার্থকরা উপস্থিতে পৌর শহরের উপজেলা প্রশাসন মাঠ ছিলো কানায় কানায় পরিপূর্ণ। পরে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় অনুষ্ঠিত হয় ইসলামী সংগীত। এ অনুষ্ঠান চলে রাত ১০চা পর্যন্ত।