পিবিএ,মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: মাধবদীর আলোচিত সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব হত্যা মামলার আসামি মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার অমিত প্রান্তকে দেশত্যাগের সময় গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান হত্যা ছাড়াও মাধবদী থানায় আরও একটি হত্যা মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন।
তিনি বলেন, সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পালিয়ে দেশত্যাগ করার সময় আজহার অমিত প্রান্তকে আটক করেছে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। পরে মাধবদী থানায় অবগত করলে থানা পুলিশ বিমানবন্দরে যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে বিকেলে মাধবদী থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করেন ইমিগ্রেশন পুলিশ।
ওসি মো. তছলিম উদ্দিন বলেন, মেহেরপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান মাহবুব হত্যা মামলায় ৫ নাম্বার ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত জাহাঙ্গীর হত্যা মামলায় ৪৬ নাম্বার আসামি মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আজহার অমিত প্রান্ত। মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি ইউপি সদস্য আতাউর ভূইয়াকে গত সপ্তাহের গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, নরসিংদীতে মেহেরপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় ইউপি সদস্য আতাউর ভূইয়াকে প্রধান করে ২২ জনের নাম উল্লেখসহ ১২ জনকে অজ্ঞাত করে ৩৬ জনের নামে মাধবদী থানায় মামলা করা করেন নিহত মাহাবুবুল হাসান মাহাবুব এর ছোট ভাই হাফিজুল হাসান।