পঞ্চগড়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

পিবিএ,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুৃষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে সভা অনুৃষ্ঠিত হয়।

এসময় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন।এবার সদর উপজেলায় মোট ৫২টি পুজামন্ডবে পুজা অনুৃষ্ঠিত হওয়ার কথা জানানো হয়।

প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন পঞ্চগড় সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহমেদ,বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সদর উপজেলার সভাপতি ধনপতি রায় (সুভাস),সাধারণ সম্পাদক মদুসুধন বণিক রনি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপির প্রতিনিধি,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, পঞ্চগড় সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আনসার ভিডিপির কর্মকর্তা ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন প্রতিটি মন্ডপে মন্ডপে আপনারা পুজো অর্চনা নির্ভয়ে নির্বিঘ্নে পালন করবেন। প্রতিটি মন্দিরে নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হবে।এবং আমরা আশাবাদী কোথাও কোনো প্রকার অপ্রিতকর ঘটনা ঘটার কোনো সুযোগ নেই। তবে আমাদের একে অপরকে সজাগ থাকতে হবে। এবং প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরার আওতায় আনার জন্য পুজা কমিটিকে অনুরোধও করেন তিনি।

প্রতিটি মন্দিরে পুজা কমিটির সদস্যরাসহ সদর থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও জামায়াতের নেতাকর্মীরা তাদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য পাহারায় থাকবে। সেনাবাহিনীর টইল থাকবে জোরদার। স্থানীয় পর্যায়ে ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত থাকবেন।

আরও পড়ুন...