রাজন্য রুহানি, জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) রাষ্ট্রায়ত্ত চিনিকলসমূহকে লাভজনক ও যুগোপযোগী করতে চিনি শিল্পের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে জিল বাংলা চিনিকলের কৃষি বিভাগের আয়োজনে মিলের প্রথম ফটকে এ মানববন্ধন অনুষ্টিত হয়।
পিসি বিভাগ রাজস্ব খাতের নেওয়া বিষয়ক কমিটির সমন্বয়ক শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক রায়হানুল হক, জিল বাংলা সুগার মিলের ডেপুটি জেনারেল ম্যানেজার আলাউদ্দিন, জি, বা, চি,ক, ওয়ার্কাস ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান মিয়া,মফিজুল ইসলাম মুকুল সি,ডি,এ, আবুল কাসেম সি আই,সি, বেলাল হোসেন সি, ডি এ,উজ্জল কুমার প্রমুখ।