কোমর সমান পানিতে দাঁড়িয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি

উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া (পটুয়াখালী): দীর্ঘ বছর ধরে প্রাকৃতিক দূর্যোগ কিংবা অমাবস্যা-
পূর্ণিমায় জোয়ারের পানিতে তলিয়ে থাকে বাড়ি-ঘর, রাস্তাঘাট ও ফসলি জমি। এমন অবস্থায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামে বসবাসরত প্রায় ২৫০টি পরিবারের। তাদের ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না। মানবেতর জীবনযাপন করছে ওইসব পরিবার। তাই এসব থেকে মুক্তি পেতে ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে বৃহস্পতিবার (৩ অক্টোবর বেলা ১১টার দিকে নদীর তীরে জোয়ারের পানিতে দাঁড়িয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন তারা। কোমর সমান পানির মধ্যে বিভিন্ন লেখা সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে প্রায় ঘন্টা ব্যাপী কর্মসূচীতে ওই গ্রামের নরী-পুরুষরা অংশগ্রহন করেন।

এসময় বক্তব্য রাখেন, আমিনুল ইসলাম ফকু, আব্দুল আজিজ মোল্লা, মো.শাহীন মোল্লা, মো.সোহেল মোল্লা, ভুক্তভোগী কৃষক মো.মোশারফ হাওলাদার, বেল্লাল হোসেন, মোসা.হালিমা আয়শা এবং মেহেদী হাসানসহ আরও অনেকে।

বক্তারা বলেন, তাদের এ অসহনীয় দূর্ভোগ থেকে বাচানো হোক। তাই স্লুইসগেটসহ বেড়িবাঁধ নির্মাণ করার জন্য সরকারের কাছে আবেদন জানাই।

আরও পড়ুন...