আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১ নং সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৫ অক্টোবর) গভীর রাতে শহরের নলডাঙ্গা ভ্যানস্ট্যান্ড এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু ৪ আগস্ট শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও পূর্বাশা পরিবহনের কাউন্টার ভাংচুরের ঘটনায় দায়ের হওয়া দুটি মামলার এজাহারভুক্ত আসামি।
তিনি আরও বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।