পিবিএ,মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে পূজা উৎযাপন কমিটির আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে পালনের জন্য শনিবার (৫ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় রঘুনাথ জিউ মন্দিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি রতন কুমার মন্ডলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান।
প্রভাষক প্রণয় কুমার মন্ডলের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাশমত আলী, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট, বাংলাদেশ জামায়াতে ইসলামের উপজেলা সেক্রেটারী শেখ সাজ্জাদুল ইসলাম বাবু, রঘুনাথ জিউ মন্দির কমিটির সভাপতি নির্মল কুমার, সহ সভাপতি মাতৃ প্রসাদ চ্যাটার্জী, সম্পাদক অমীয় কুমার, তাপস ঘোষ, ছাত্র প্রতিনিধি আমিনুল ইসলাম, সভাপুর ইউনিয়ন পূজা উৎযাপন কমিটির সভাপতি দ্বীজেন মাষ্টার, কাচারীপাড়া পূজা উৎযাপন কমিটির যুগ্ম সম্পাদক সুকান্ত দাস বাবুয়া প্রমূখ। বক্তারা শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে উদযাপনে সব ধরণের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন।