গাজার একটি মসজিদে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে কমপক্ষে ১৮ জন প্রাণ হারিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, ফিলিস্তিনের গাজায় দেইর আল-বালাহ এলাকায় শুহাদা আল-আকসা মসজিদে বিমান হামলা চালানো হয়েছে। মসজিদটি আল-আকসা মার্টিয়ার্স হাসপাতালের পাশে অবস্থিত।
বছরখানেক ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে বাস্তুচ্যুত হওয়া বহু ফিলিস্তিনি ওই মসজিদে আশ্রয় নিয়েছিলেন। হামাস-ইসরাইল সংঘাতের প্রথম বার্ষিকীর একদিন আগে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত মসজিদে এমন নৃশংস হামলা চালালো তেল আবিব। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মসজিদটি বাস্তুচ্যুত লোকদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, ওই মসজিদে হামাস যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। হামাস শুহাদা আল-আকসা মসজিদটিকে তাদের কমান্ড পরিচালনার কাজে ব্যবহার করছিল বলে সেখানে একটি সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনাতাকামী সংগঠন হামাস। এর পর প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে ইসরাইল। তাদের হামলার বেশির ভাগ লক্ষ্যবস্তু হয়েছে ফিলিস্তিনের বেসামরিক মানুষ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৪২ হাজার ফিলিস্তিনি। এছাড়া ২৩ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। হতাহতের মধ্যে বেশির ভাগই নারী এবং শিশু বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির তথ্যমতে, এখনও গাজার বাস্তুচ্যুত মানুষ অনাহারে দিন কাটাচ্ছে।