উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় মায়ের সাথে নানা বাড়িতে এসে লাশ হয়ে ফিরল ৬ বছরের শিশু লাবিব ইসলাম।
রোববার (৬ অক্টোবর) সকালে একটি ব্যাটারি চালিত অটোভ্যানে তার নানির সাথে ঘুড়তে বের হয়। এসময় অটোভ্যানটি উল্টে ওই শিশুটি মাথায় গুরুতর আঘাত লাগে। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মুত্যু হয়।
উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত লাবিব কুয়াকাটার পর্যটন ব্যবসায়ী ও সাংবাদিক জাকারিয়া জাহিদের বড় ছেলে বলে জানা গেছে।
কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার বিস্তারিত জেনেছি। মৃতর পরিবার থেকে কোনো অভিযোগ নেই। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।