র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৬ অক্টোবর) দুপুর আনুমানিক ১২.৩০ ঘটিকায় রাজধানী ঢাকার বংশাল থানাধীন জল্লাবাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ব্রাহ্মণবাড়ীয়া জেলার ব্রাহ্মণবাড়ীয়া সদর থানার মামলা নং-৭৫(০৭)২০১৪, ধারা-৩০২ পেনাল কোড, দায়রা মামলা নং- ৯৪/২০১৬, মৃত্যুদণ্ডের তারিখ-১৭/১০/২০১৮; হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত জেল পলাতক আসামী মোঃ আব্দুল মতিন, বন্দি নং-৫৭০৪/এ’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত মামলায় মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত জেল পলাতক আসামী বলে স্বীকার করেছে। জেল থেকে পলায়ন করার পর সে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামিকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করা হয়েছে।