আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন সুমনকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। তার বিরুদ্ধে বিএনপির অফিস পোড়ানো মামলাসহ থানায় দু’টি মামলা রয়েছে। রোববার (৬ অক্টোবর) দুপুরে পৌর এলাকার শিবনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ নিয়ে একই মামলার অভিযোগে থানা পুলিশের অভিযানে গত দেড় সপ্তাহের ব্যবধানে ছাত্রলীগ ও মটর শ্রমিকলীগ নেতা সহ ৩ জন ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ জানায়, থানা পুলিশের একটি টিম শিবনগর এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের নেতা সুমনকে আটক করে। তার বিরুদ্ধে কালীগঞ্জ শহরের থানা রোডে উপজেলা বিএনপির অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের ২টি মামলা রয়েছে। দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।