কারিমুল হাসান,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে নিজাম উদ্দিন (৪২) নামের এক গরু ব্যবসায়ীর পথরোধ করে কুপিয়ে নগদ ৩ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে বাবু নামে এক ব্যাক্তির বিরুদ্ধে।
গত ৩ অক্টোবর সন্ধ্যা রাতে উপজেলার মথুরাপুর-ধুনট সড়কের অলোয়া গ্রামের মুন্সি বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। এঘটনায় ৬ অক্টোবর রবিবার নিজাম উদ্দীন বাদি হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর রাতে অলোয়া গ্রামের মৃত মান্দু মন্ডলের ছেলে আলতাফ মন্ডলের বাড়ি থেকে একই গ্রামের সাবান আলীর ছেলে বাবু মাছ ধরার কারেন্ট জাল চুরি করতে যায়। কারেন্ট জাল চুরি করে নিয়ে যাওয়ার সময় ওই গ্রামের মৃত ফজর আলীর ছেলে নিজাম উদ্দিন, আনোয়ারসহ আরও কয়েকজন তাকে জালসহ দেখে ফেলে। পরে মিজান তাকে এতরাতে জাল কোথায় পেয়েছে জিজ্ঞেস করলে তাদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। তখন তাদের হট্টগোল শুনতে পেয়ে আশেপাশের লোকজন বাহিরে এসে দেখে নিজাম ও বাবু মাছ ধরার জাল নিয়ে ঝগড়া করছে। তখন কারেন্ট জালের মালিক আলতাফ এসে তার জাল ছিনিয়ে নেয়। তখন নিজামসহ উপস্থিত অনেকে তাকে চোর আখ্যা দিলে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বাবু সেখান থেকে বাড়িতে গিয়ে ঘটনাটি তার পরিবারকে জানায়৷ পরের দিন ৩ অক্টোবর নিজাম গরু বিক্রির উদ্দেশ্য দুপচাচিয়া উপজেলার ধাপেরহাটে যায়। সেখানে গিয়ে ৩টি গরু বিক্রি করে বিকেলে স্থানীয় মথুরাপুর বাজারে এসে কাঁচা বাজার শেষে অটোরিকশা যোগে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে অলোয়া গ্রামের মুন্সি বটতলা নামক স্থানে পৌঁছালে রোববার রাতের ঘটনার জেরে বাবু ও তার ভাই শাহআলম ও চাচা ফেরদৌস পথরোধ করে নিজামকে গালাগালি শুরু করে। নিজাম গালাগালির কারন জানতে চাইলে তারা তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। তখন নিজাম মাটিতে লুটিয়ে পড়ে গেলে তার কাছে থাকা গরু বিক্রির নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা ও তার ব্যবহৃত একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। নিজামের চিৎকারে তাকে বাঁচাতে তার ছোট ভাই ও প্রতিবেশি আনোয়ার এগিয়ে আসলে তাদের দু’জনকেও মেরে আহত করা হয়। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে৷ এঘটনায় নিজাম উদ্দিন বাদী হয়ে ধুনট থানায় একটি এজাহার দায়ের করে এবং গ্রাম্য ভাবে সালিশি বৈঠক ডাকে। বৈঠকে বাবু হাজির না হয়ে পরবর্তীতে নিজামকে দেখে নেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে। উপস্থিত সালিশি বৈঠকে বাবুর শাস্তি দাবি করে এলাকাবাসি মিছিল করে এবং তাকে গ্রামে বসবাস করতে দেওয়া হবে না বলেও দাবি জানানো হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, দায়ের করা এজাহারের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।