সারাদেশে বিশেষ অভিযান পরিচালনা করে ১১ জন গডফাদারসহ ৮৯ জন শীর্ষ মাদক কারবারিসহ ১ হাজার ২৯৯ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ৫ হাজার ২৬৪ টি অভিযান পরিচালনা করে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট থাকার এ সকল তাদের গ্রেফতার করা হয়।
সোমবার (৭ অক্টোবর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিং -এ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান এ সকল তথ্য জানান।
তিনি জানান, গত ৪ সেপ্টেম্বর হতে ৫ অক্টোবর পর্যন্ত ৫ হাজার ২৬৪ টি অভিযান পরিচালনা করে ১ হাজার ১৯৮ টি মামলা দায়ের পূর্বক ১ হাজার ২৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ১১ জন গডফাদারসহ ৮৯ জন শীর্ষ মাদক কারবারি রয়েছেন।
মাদকের ডিজি বলেন, অভিযান চালনাকালীন সময়ে ৩ লাখ ৯ হাজার ১০১ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ৭৬০ গ্রাম হেরোইন, ১.১ কেজি আইস, ৩ হাজার ৭৭৪ বোতল ফেন্সিডিল, ২ হাজার ৪১৬ বোতল বিভিন্ন ব্রান্ডের বিলাতি মদ, বিয়ার- ২ হাজার ৪১৬ ক্যান, টাপেন্টাডল ট্যাবলেট -৫ হাজার ৭৯১ পিস, চোলাই মদ ১ হাজার ৩৮০ লিটার, ৬৬৪ কেজি গাঁজা, ইনজেকশন ৪ হাজার ২২২ এমপুল, শটগান-১ টি, গুলি ৫১ রাউন্ড, বিভিন্ন যানবাহন- ৯ টি এবং নগদ অর্থ ২১ লাখ ১১ ৭৮০ টাকা উদ্ধার ও জব্দ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক ভবিষ্যতেও মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অভিযানের পাশাপাশি মাদক সচেতন মূলক প্রচারণার অংশ হিসেবে দেশব্যাপী নিয়মিত সামাজিক সচেতন মূলক সভা,সমাবেশের আয়োজন করা হচ্ছে। পাশাপাশি মাদকাসক্তি মুক্ত দেশ গড়তে মাদকাসক্তদের চিকিৎসায় সরকারি ও বেসরকারি নিরাময় কেন্দ্রসমূহের সক্ষমতা ও সেবার পরিধি বাড়ানো হয়েছে।
তিনি বলেন, মাদক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বদ্ধপরিকর।