পিবিএ,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ সম্পর্কে বহিস্কৃত ম্যাজিষ্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মির ফেসবুক ষ্ট্যাটাস প্রত্যাখ্যান করে তাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে পীরগঞ্জে।
মঙ্গলবার (৮ অক্টোবর) শহীদ আবু সাঈদের পরিবার ও এলাকাবাসীর আয়োজনে পীরগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন ওই মানববন্ধন করা হয়।
এতে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক মাহমুদুন্নবী পলাশ, সদস্য সচিব জাকির হোসেন, যুগ্ম আহবায়ক শাহিনুজ্জামান শাহিন, পৌর বিএনপি’র আহবায়ক সাইফুল আজাদ,শহীদ আবু সাইদের বড় ভাই রমজান আলী, সাংবাদিক আব্দুল করিম সরকার ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুহুল আমিন প্রমুখ।
মানববন্ধন থেকে বক্তারা দ্রুত উর্মিকে গ্রেফতার করে বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন। শেষে জাফরপাড়া সর্বস্তরের জনগণের অংশগ্রহনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পীরগঞ্জ উপজেলা শাখাও বহিস্কৃত ম্যাজিষ্ট্রেটের বিচার দাবিতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল শেষে গুলশান মোড়ে প্রতিবাদ সভা করে। এ সময় বক্তারা উর্মিকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।