পদত্যাগ করলেন এবি পার্টি’র আহবায়ক সোলায়মান চৌধুরী

আমার বাংলাদেশ পার্টির (এবি) আহবায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী পদত্যাগ করেছেন। মঙ্গলবার ( ৮ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে তিনি নিজের ফেসবুকে পদত্যাগের কথা জানান। তিনি লিখেছেন, ‘আমি এবি পার্টির আহবায়কের পদ ত্যাগ করেছি।’

অবসরপ্রাপ্ত সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী কী কারণে পদত্যাগ করেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। এর কোনো ব্যাখ্যাও দেননি তিনি।

তবে এবি পার্টির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, সোলায়মান চৌধুরীকে সরকারের কোনো একটি প্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। তারই অংশ হিসেবে দলীয় পদ ছেড়ে দিয়েছেন।

এর আগে দলের অন্যতম যুগ্ম আহবায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলাম পদত্যাগ করেন। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন।

সম্প্রতি এবি পার্টির প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আবদুর রাজ্জাকও পদত্যাগ করেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যে রয়েছেন। তিনি খুবই অসুস্থ।

২০২০ সালের ২ মে নতুন দল এবি পার্টি গঠন হয়। এ এফ এম সোলায়মান চৌধুরীকে আহবায়ক ও মুজিবুর রহমান মঞ্জুকে সদস্যসচিব করে এর কেন্দ্রীয় কমিটি গঠিত হয়।

 

আরও পড়ুন...