কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে দেশি-বিদেশি অস্ত্রসহ আটক ৪

কক্সবাজারের কুতুবদিয়া নৌ কন্টিনজেন্ট গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৮ অক্টোবর) উপজেলার আলী আকবর ডেইল, তাবালের চর, কৈয়ারা বিল, উত্তর ধূরুং ও লেমশিখালী এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে স্থানীয় জলদস্যু ও ডাকাত দলের চার সদস্য ফিরোজ খান ওরফে মঞ্জু ডাকাত, সুজা উদ্দিন, সাহেদ ও নেসারকে ০২টি বিদেশি পিস্তল, ০১টি বিদেশি একনলা বন্দুক, ০১টি দেশীয় রাইফেল, ০৬টি কার্তুজ, ০৮টি তাজা গোলা, ০২টি এমটি কার্টিজ, ০২টি চাপাতি এবং উল্লেখযোগ্য সংখ্যক দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।

এদের নামে কুতুবদিয়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায়। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্রসহ তাদেরকে কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়ন এবং আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান চলমান থাকবে।

 

আরও পড়ুন...