ছবি তোলার নেশায় হারিয়ে গেল তরুণী অতঃপর…….

পিবিএ, ঢাকা :ঘুরতে গেলে ছবি বা সেলফি তোলা যেন নেশায় পরিণত হয়েছে। হালের তরুণ-তরুণীরা যেন সেলফি আর ছবিতে আসক্ত হয়ে পড়েছে। তাই সে যত ঝুঁকি থাকুক । সম্প্রতি এমনই এক দৃশ্য ভাইরাল হয়েছে।

ইন্দোনেশিয়ার নুসা লেম্বোনগানের ডেভিল’স টিয়ারে এক তরুণী ছবি তোলার সময় সমুদ্রের ঢেইয়ে হারিয়ে যায়। পরে অবশ্য তাকে উদ্ধার করা হয়েছে এবং ভাগ্যজোরে বেঁচে আছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উদ্ধারকর্মীদের তৎপরতায় এ যাত্রায় রক্ষা পেয়েছেন ওই তরুণী। তবে আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় শুধু ওই তরুণীই নয় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন তারা।

ইন্দোনেশিয়ার দ্বীপাঞ্চল বালির অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে এ ভিডিও পোস্ট করে পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি করে তারা।

পিবিএ/এমএস

আরও পড়ুন...