মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাট বিজিবি ২০ ব্যাটালিয়নের অধীন্ত হিলি সীমান্তে অভিযান চালিয়ে অর্ধ লক্ষ টাকার বিভিন্ন ভারতীয় পণ্যসহ সাব্বির আল মাসুম নামের এক চোরাকারবারীকে আটক করেছে হিলি সিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা।
আটক চোরাকারবারী দিনাজপুরের হাকিমপুর উপজেলার নওপাড়া গ্রামের মামূনুর রশিদের ছেলে।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কঃ নাহিদ নেওয়াজ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ৮ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় হিলি সীমান্তের ২৮৫/১১ পিলারের নিকট অভিযান চালিয়ে পণ্যসহ তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধীনস্থ হিলিসিপি বিওপির হাবিলদার মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৮৫/১১-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হিলি আইসিপি গেইট এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় খাবার সামগ্রী, কসমেটিক্স, শাড়ি আটক করেন। যার সিজার মূল্য-৪৫,৫৫০/- টাকা।
পরে ধৃত আসামীকে মালামালসহ হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।