জয়পুরহাটে পূজা মন্ডবের নিরাপত্তায় বিজিবি মোতায়েন

মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি জয়পুরহাট: হিন্দু সম্প্রদায়ের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা নির্বিঘ্নে পালনের লক্ষে জয়পুরহাটের সীমান্তবর্তী এলাকার পূজা মন্ডব গুলোতে জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের পক্ষে ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

৯ অক্টোবর বুধবার থেকে ১৩ অক্টোবর রোববার বিজয়াদশমীর দিন পর্যন্ত সীমান্তের ৮ কিঃমিঃ এলাকার মধ্যে পূজা মন্ডলগুলোতে সার্বিক নিরাপত্তায় বিজিবি সদস্যরা নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রাখবেন।

এছাড়াও পূজামণ্ডপের নিকটবর্তী বিওপি ক্যাম্প থেকেও পূজা মন্ডপ সমূহের নিরাপত্তা রক্ষার্থে সার্বক্ষণিক বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

জয়পুরহাট ২০ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল নাহিদ নেওয়াজ (পিএসসি, এলএসসি) বার্তা বাজার টুয়েন্টিফোর ডটকমকে জানান, যেকোন উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বিজিবির পক্ষ থেকে উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার ভিডিপি এবং পূজা উদযাপন কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় পূর্বক পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা জোড়দারে দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরধারী বৃদ্ধি করা হয়েছে।

বর্তমানে পূজা এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানান তিনি।

আরও পড়ুন...