গুলিসহ দুটি বিদেশি পিস্তল, ওয়াকিটকি ও বিপুল পরিমাণ মদসহ তিনজনকে গ্রেফতার করেছে খিলক্ষেত থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, নাফিজ মোহাম্মদ আলম, মো. সুজন মিয়া ও মো. রমজান আলী।
মঙ্গলবার (৮ অক্টোবর) সেনাবাহিনীর সহায়তায় খিলক্ষেতের লেকসিটির কনকর্ড ছায়ানীড় নামক একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৪৮ রাউন্ড গুলি, ১টি সিগনাল লাইট, ১টি ওয়াকিটকি, ২টি আইফোনসহ বিভিন্ন ব্রান্ডের ৯টি মুঠোফোন, বিভিন্ন ব্রান্ডের ১৭ হাজার ৩০০ মিলি বিদেশী মদ, ৩০৯৫ মিলি বিয়ার ও নগদ ১ লক্ষ ৪৫ হাজার ৫০০ টাকাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
বুধবার (৯ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান,উদ্ধারকৃত জব্দকৃত অস্ত্র ও গুলিসহ অন্যান্য মালামাল অবৈধ কাজে ব্যবহারের জন্য ও মদ বিক্রির জন্য নিজ হেফাজতে রেখেছিল বলে গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃত নাফিজের বিরুদ্ধে ডিএমপির ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আরো চারটি মামলা রয়েছে। এছাড়া সুজন মিয়ার নামে হাজারীবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে
গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও দুটি মামলা হয়েছে।