পিবিএ,পঞ্চগড় প্রতিনিধি: বিএনপি’র কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ বলেছেন আগামীতে লক্ষীপুজাতেও বিএনপি স্বেচ্ছাসেবকের মাধ্যমে মন্দিরসহ হিন্দুদের বাড়ি পাহারা দিবে। অতীতের মত লক্ষীপূজাতে ধামের গান, হুলির গান করতে যা যা সহযোগীতা প্রয়োজন দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সনাতন ধর্মবলম্বীদের করা হবে। ফরহাদ হোসেন বলেন, ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে সেখানে শুধু মুসলমান না হিন্দুরাও প্রাণ দিয়েছে।
তিনি শনিবার (১২ অক্টোবর) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার বিভিন্ন পুজোমন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় বোদা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক আব্দুল মান্নান , যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রতিটি পুজামন্ডপে ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে নিরাপত্তা বলয় ছিলো চোখে পড়ার মত।মন্ডপের চারপাশে দায়িত্বে থাকা নেতা কর্মিদের গলায় ছিলো পরিচয় পত্র।স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের কাছ থেকে জানা যায় তারা প্রতিবারের ন্যায় এবারো উৎসব আমেজে পুজো অর্চনা নির্ভয়ে করেছেন।এবং যে নিরাপত্তার ব্যবস্থা করেছেন ফরহাদ হোসেন আজাদ সে জন্য তারা ধন্যবাদ জানান এই বিএনপির নেতাকে।
এদিকে উপজেলা বিএনপি নেতারা জানান আমাদের কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদের নির্দেশে এবারে ২০টি ইউনিয়নের নেতাকর্মীরা সেচ্ছাসেবক হয়ে ২১৯টি মন্দিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করেছেন। আমাদের উদ্দেশ্য ছিল এবারে দূর্গাপূজা নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল সেই অবস্থা থেকে উত্তোরন ঘটানো। বিশেষ করে দুষ্কৃতিকারীরা যাতে ষড়যন্ত্র করে পুজামন্ডপে প্রতিমা ভাংচুরসহ কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে। আমাদের সেচ্ছাসেবকরাও কঠোর পরিশ্রম করে পুজামন্ডপ পাহারা দিয়েছেন । আগামী দিনে সনাতন ধর্মাবলম্বীদের যেকোন সমস্যায় আমাদের বিএনপি নেতা আজাদের নেতৃত্বে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত।
শনিবার সকাল সাতটার দিকে নিজ বাড়ি থেকে বেড় হয়ে পঞ্চগড়ের বোদা উপজেলা শহরের পুজামন্ডপ পরিদর্শন শুরু করেন। পরে সকাল নয়টার দিকে বোদা সদর, সাকোয়া, বেংহারি ইউনিয়নের পুজো মন্ডোপগুলো ঘুরে শুভেচ্ছা বিনিময় করেন। সাকোয়া ইউনিয়নের বামনহাট পুজামন্ডপ , বেংহারি ইউনিয়নের তেপুকুরিয়া পুজামন্ডপ, ফুলতলা পুজামন্ডপসহ বেশ কিছু মন্ডপ পরিদর্শন করেন সেই সাথে প্রতিটি মন্ডোপে পাঁচ হাজার টাকা করে নগদ অর্থ কমিটির হাতে তুলে দেন।