ধানমন্ডিতে ফেনীর সাবেক এমপি রহিম উল্লাহ গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ফেনীর সোনাগাজী এলাকার টমটম চালক জাফর আহাম্মদকে (৫৩) কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. হাজী রহিম উল্লাহকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার বিকালে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে র‍্যাব-২ এর একটি দল তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (১২ অক্টোবর ) বিকালে র‍্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এসব তথ্য জানান।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলমান অবস্থায় ফেনী সোনাগাজী এলাকার টমটম চালক জাফর আহাম্মদকে কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী রহিম উল্লাহকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

আরও পড়ুন...