এবারের দুর্গাপূজা আমাদের জন্য চ্যালেঞ্জ: র‌্যাব ডিজি

চলমান শারদীয় দুর্গোৎসবকে চ্যালেঞ্জ উল্লেখ করে র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, সমন্বয় করে কাজ করা হচ্ছে। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ছোটখাটো ত্রুটি-বিচ্যুতির সুষ্ঠু তদন্ত করা হবে।

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

র‍্যাবের ডিজি বলেন, এবারের দুর্গাপূজা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। তবে আমরা সেটা গ্রহণ করেছি। সবার সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করছি। যেসব জায়গায় ঘটেছে ছোটখাটো ত্রুটি-বিচ্যুতি, সেসব ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে।

তিনি জানান, মোহাম্মদপুরের ডাকাতির ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের বিষয়ে তদন্ত চলছে। সবাইকে আইনের আওতায় আনা হবে।

‘আমাদের কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে বিষয়গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন’, যোগ করেন এ কে এম শহিদুর রহমান।

র‌্যাবের মহাপরিচালক আরও জানান, পূজার পরে চাঁদাবাজি, দখলবাজি যা কিছুই আইনশৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ, তা সমন্বিতভাবে দমন করা হবে।

আরও পড়ুন...