বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। তবে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রোববার (১৩ অক্টোবর) সকালে ৯টা ৩০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হাসপাতালের কর্মচারী ও রোগীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়।
ফায়ার সার্ভিস জানায়, হাসপাতালের পুরাতন ভবন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে কর্মীরা। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।