সাতক্ষীরা সীমান্তে ভারতীয় নারীসহ আটক ২

হাবিবুল হাসান,সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র যৌথ অভিযানে অবৈধভাবে ভারতে পারাপারের সময় এক নারীসহ দু’জনকে আটক করেছে। তাদের মধ্যে একজন বাংলাদেশী ও একজন ভারতীয় নাগরিক রয়েছে।

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা ও রাতে সাতক্ষীরার কলারোয়ার তলুইগাছা ও সদরের কালিয়ানি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয় বলে জানান বিজিবি’র সাতক্ষীরা কার্যালয়।

আটককৃতরা হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার তালবাড়িয়া গ্রামের শ্রী বিজন মন্ডলের ছেলে শ্রী অজয় মন্ডল (২২) ও ভারতের উত্তর প্রদেশ রাজ্যের প্রিথিয়া এলাকার বাসিন্দা সরুজের স্ত্রী মোছা.বিলকিচ আক্তার(৩৫)।

রোববার (১৩ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক সকালে গণমাধ্যমেকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সাতক্ষীরা সদরের কালিয়ানি সীমান্তের বিওপি নায়েব সুবেদার মো.আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযানে অবৈধভাবে ভারতে প্রবেশকালে এক বাংলাদেশী নাগরিককে আটক করে।এসময় তার কাছ থেকে সিমসহ একটি মোবাইল ফোন জব্দ করে।

অপরদিকে, সাতক্ষীরার কলারোয়ার তলুইগাছা সীমান্তে এক ভারতীয় নারী অবৈধভাবে ভারতে গমন করবে।এমন সংবাদ পেয়ে সুবেদার মো.আবু তাহের পাটোয়ারীর নেতৃত্ব কেড়াগাছি নামক স্থান থেকে তাকে আটক করে। তার কাছে থাকা ভারতীয় ১টি পাসপোর্ট এবং ১টি ভারতীয় স্মার্টকার্ড জব্দ করা হয়।আটককৃত নারীর বাবার বাড়ী কলারোয়ার গৌরিপুর গ্রামে।তিনি গত ১ এপ্রিল ভারত হতে বাংলাদেশে বাবার বাড়ীতে বসবাস করছিল।

ঘটনাস্থলে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারীরা দৌড়ে জঙ্গলে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর ও কলারোয়া থানায় সোপর্দে ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন...