কুয়াকাটায় ৫’শ পর্যটকের মাঝে সুপেয় পানি-চকলেট বিতরণ

উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া (পটুয়াখালী): তপ্ত রোদ, উত্তপ্ত সৈকত। আবহাওয়া অনেকটা গরম। শারদীয় দুর্গাপূজার ছুটিতে কুয়াকাটায় আগত পর্যটকরা অতিষ্ট হয়ে ওঠে। ঠিক সেই মুহুর্তে সুপেয় পানি নিয়ে পর্যটকদের পাশে দাড়িয়েছেন স্থানীয় পৌর বিএনপি’র নেতাকর্মীরা।

রোববার (১৩ অক্টোবর) সকাল ১০টায় ট্যুরিস্ট পুলিশ বক্স সংলগ্ন সৈকতে ৫’শতাধিক পর্যটকদের মাঝে সুপেয় পানি বিতরণ করেন তারা। একই সাথে ছোট ছোট শিশুদের হাতে তুলে দেয় চকলেট। তাদের এমন ব্যতিক্রম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পর্যটকরা।

এ সময় কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজোন’র পুলিশ সুপার মো.আনছার উদ্দিন, ট্যুরিস্ট পুলিশ জোন ইনচার্জ আব্দুল খালেক, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আ.আজিজ মুসুল্লি, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন বাবুল ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘড়ামী, পৌর যুবদল সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, পৌর যুবদল সাধরণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনসহ স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কুয়াকাটা পৌর যুবদল সাধরণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন জানান, আগত পর্যটকদের জন্য সামান্য উপহার হিসেবে আমাদের পক্ষ থেকে পানি ও চকলেট বিতরণ করা হয়েছে। বিএনপি’র কেন্দ্রীয় প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের দিক নির্দেশনায় কুয়াকাটাকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমাদের এ সেবামুলক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

 

আরও পড়ুন...