মায়ের মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই বোন নিহত

মোঃ রিফাতুন্নবী রিফাত,গাইবান্ধাঃ মায়ের মৃত্যুর খবরে শুনে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন পোশাক শ্রমিক নুপুর আক্তার (২৩)। তার সঙ্গে ছিলেন চাচাতো বোন রুনা আক্তার (২২)। কিন্তু রাস্তায় ট্রাকচাপায় প্রাণ গেল তাদের দুজনেরই।

রোববার (১৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের দক্ষিণ গিদারী গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের মরদেহ দাফন করা হয়। এর আগে সকালে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গিদারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ ইদু।

নিহত নুপুর আক্তার ওই গ্রামের নজরুল ইসলামের মেয়ে এবং রুনা আক্তার একই এলাকার আব্দুর রশিদের মেয়ে। তারা সম্পর্কে চাচাতো বোন এবং তারা আশুলিয়ার একটি পোশাক কারখানায় কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে নুপুরের মা মারা যাওয়ার পর তারা আশুলিয়া থেকে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। ভোরে তারা মোটরসাইকেলে করে রওনা দেন। সকাল সাড়ে ৭টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ধনমুন্ডি এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুপুর ও রুনা নিহত হন। নুপুরের স্বামী রাকিবুল ইসলাম আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। পরে কিছুটা স্বাভাবিক হলে চিকিৎসকের পরামর্শে বাড়িতে চলে আসেন।

এ বিষয়ে গিদারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ ইদু মুঠোফোনে বলেন, দুপুরে নজরুল ইসলামের স্ত্রীর জানাজা শেষে দাফন হয়েছে। এরপর বিকেলে নজরুল ইসলামের মেয়ে নুপুর আক্তার ও তার ভাতিজি রুনা আক্তারের দাফন সম্পন্ন হয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক।

আরও পড়ুন...