হাজীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু

মহিউদ্দিন আল আজাদ, চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সুজন হাজী (৩৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) বিকালে উপজেলার বাকিলা ইউনিয়নের গোগরা গ্রামের কেকে ফুড নামক কপি হাউজের সামনে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় অপর দুইজন গুরুতর আহত হয়েছেন। নিহত মো. সুজন হাজী চাঁদপুর সদর উপজেলার শাহ-মাহমুদপুর ইউনিয়নের লোধেরগাঁও গ্রামের হাজী বাড়ির মো. খোরশেদ আলম হাজীর ছেলে। তিনি ওই ইউনিয়নের মহামায়া বাজার কাঁচামালের ব্যবসায়ী। তিনি ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ দিন বিকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে দ্রুতগামী তিনটি মোটরসাইকেল যোগে কয়েকজন তরুণ চাঁদপুরের দিকে যাচ্ছিলেন এবং ব্যবসায়ী সুজন হাজী তাঁর মোটরসাইকেল যোগে হাজীগঞ্জের দিকে আসছিলেন। এসময় একটি মোটরসাইকেলের সাথে সুজন হাজীর মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষের হয়।

এতে দুর্ঘটনা কবলিত দুইটি মোটরসাইকেল সড়কে ছিটকে পড়ে। এর মধ্যে ঘটনাস্থলেই ব্যবসায়ী সুজন হাজী মারা যান এবং অপর মোটরসাইকেল আরোহীরা গুরুতর আহন হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুইটি পুলিশি হেফাজতে নিয়ে আসে। মোটরসাইকেলর দুইটির মধ্যে একটি নম্বর লক্ষ্মীপুর ল- ১১৫১৩৩ এবং অপরটি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক নিলামে ক্রয়কৃত। যার হাজীগঞ্জ থানার বিবিধ মামলা নং ১২/২০১৫, জিডি নং-১৬৫৫।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, নিহতের মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুইটি আমাদের হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন...