পঞ্চগড়ে ঘন কুয়াশায় শরতেই শীতের আগমনী বার্তা

পিবিএ,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে গত দুদিন থেকে কুয়াশার দেখা মিলছে। ভোর বেলা থেকে সকাল দশটা পর্যন্ত হাল্কা শীত শীত অনুভূত হচ্ছে।মাঝ রাতে নিতে হচ্ছে শীত নিবারণের জন্য কাথা বা কম্বল।যখন কুয়াশা নামে তখন হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলতে দেখা গেছে। তবে কুয়াশার স্থায়িত্ব খুব একটা বেশি নয় । সূর্য উঠলেই কুয়াশা কেটে যায়। শরৎকাল হলেও কুয়াশার কারণে পঞ্চগড়ের প্রকৃতিতে জানান দিচ্ছে শীত।ধানের শীষ গুলোতে পড়ছে শীশির বিন্দু কণা। কমতে শুরু করেছে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। গ্রামের মেঠো পথের পাশে কচু পাতায় হাতের স্পর্শে ভিজছে হাত যেন এক অন্যরকম অনুভূতি শীতের।উত্তরের শেষ জেলার এই মানুষ শীত মোকাবিলায় অভ্যস্ত হয়ে পড়েছে। তাপমাত্রা নেমে এসেছে ২৩ ডিগ্রীর ঘরে। সূর্যের দেখা মিলেছে অনেক পড়ে। মেঘলা আকাশে আচ্ছন্ন থাকছে। সকাল বেলা কুয়াশার মাঝে হাটতে বের হয়েছেন কেউ কেউ আবার কেউবা ছুটছে তার গন্তব্যে। মাঝে মাঝে মৃদু বেগে হিমেল হাওয়া বয়ে যাচ্ছে। এমনই চিত্র আজ পঞ্চগড়ের প্রকৃতির মাঝে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে আজ রোববার সকাল ছয়টায় ২৩ দশমিক ২ ডিগ্রী সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিন থেকে তাপমাত্রা ২৩ থেকে ২৫ ডিগ্রীতে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। ১১ অক্টোবর সর্বোচ্চ ৩১ দশমিক ৮, সর্বনিম্ন ২৫ দশমিক ৪ ডিগ্রী, গতকাল ১২ অক্টোবর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৪ ডিগ্রী বিরাজ করছিল পঞ্চগড় জেলায়। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩১ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস

রোববার (১৩ অক্টোবর) জেলা শহরের চৌরঙ্গী মোড়ের সামনে অটোরিকশা চালক আফসার মিয়া জানান গত কাইল থেকে সাকালে কুয়াশা দেখা যাছে আর দেহাডা ঠান্ডা করেছে ঐই বাদে একখান চাদর গাওখানত দিছু। সকাল নয়টা পর্যন্ত দেখা মিলেনি সূর্যের। হাল্কা হাল্কা ঠান্ডা লাগছে।

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার আবহাওয়া পর্যবেক্ষনাগাড়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান গত কয়েকদিন থেকে তাপমাত্রা কমে গিয়ে কুয়াশার দেখা মিলেছে। মনে হচ্ছে শীতের আগমনি বার্তা শুরু হয়েছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমে যেতে পারে। যত দিন সামনের দিকে এগুবে তার সাথে সাথে তাপমাত্রা কমে যাবে, নামবে শীত। আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহকে এতো আগেই কেন কুয়াশার দেখা মিলছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন আর প্রকৃতিতে ষড়ঋতুর পরিক্রমা সঠিকভাবে বিদ্যমান হয়না।

আরও পড়ুন...