ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ (ডিসি) সারওয়ার জাহানকে বদলি করা হয়েছে। তার স্থলে দায়িত্ব পেয়েছেন সাইবার ক্রাইম(উত্তর) বিভাগের ডিসি মাসুদ আলম।
সোমবার (১৪ অক্টোবর ) ডিএমপি কমিশনার মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বদলি করা হয়।
আদেশে বলা হয়, রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি প্রাপ্ত মো. সারোয়ার জাহানকে ডিএমপি সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।
একই আদেশে ডিএমপি সাইবার এন্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে বদলি করা হয়েছে।